BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
এস এম পারভেজঃচাঁদপুরের হাইমচরে সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট মহোৎসব উৎযাপন। এই প্রথম ইসকনের আয়োজনে হাইমচর জগন্নাথ মন্দিরে অন্নকূট মহোৎসব উৎযাপন। ৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের হাইমচর জগন্নাথ মন্দিরে অন্নকূট মহোৎসব আয়োজন করা হয়। মহোৎসবে অংশগ্রহণকারী অজয়, মিঠুন, সুব্রত বলেন প্রথম বারের মতো ব্যাপক আয়োজনে হাইমচরে ইসকনের আয়োজনে অন্নকূট মহোৎসব উৎযাপন হলো। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অন্নকূট মহোৎসব অংশ গ্রহণ করেন।ভক্তবৃন্দরা হরিকথা শ্রবন সহ মহাপ্রসাদ আস্বাদন করেন। আয়োজক জগন্নাথ জাগ্রত ছাত্র সমাজের অচ্যুত নিতাই দাস (অমিত), উত্তম চৌধুরী, সুশীল ভক্ত সহ আরো অনেকে বলেন হাইমচর উপজেলায় কয়েক বৎসর পূর্ব সময় থেকেই অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে তবে এবার জগন্নাথ মন্দির কতৃপক্ষ অনুষ্ঠানটি মন্দিরে করার অনুমতি দেওয়ায় কয়েক হাজার ভক্তবৃন্দকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি।