BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।বুধবার (২৬ এপ্রিল, ২০২৩) দুপুরে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।প্রথমে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ প্রশাসন, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।