BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
স্টাফ রিপোর্টার - ইমরান হকবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, কৃষকরা ভালো থাকলে ও স্বাবলম্বী হলে পাশের দেশ ভারতের ওপর কৃষিপণ্যের দিক দিয়ে আমাদের নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে। তাই কৃষকরা যাতে স্বল্প সুদে ঋণ পায় এবং সরকারিভাবে সঠিক সময়ে পর্যাপ্ত সার পায় সে দিকে গুরুত্ব দিতে হবে।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে কৃষক দলের কৃষক সমাবেশে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ কার্যক্রমে ৪হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে ইউরিয়া সার।