BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরগুনা, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আমতলী উপজেলায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। রবিবার সকালে চুনাখালি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে চুনাখালি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, ডাঃ মোঃ রোকুনুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল বাসার, চুনাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম এবং সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল।এই কর্মসূচির মাধ্যমে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন বিনামূল্যে দুধ সরবরাহ করা হবে। দুধ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই কর্মসূচি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে বলে আশা করা হচ্ছে।