BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
স্টাফ রিপোর্টারঃ রুবিনা আলমগীর পেশায় একজন নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও নিভৃতচারি লেখিকা। লেখালেখি তার শখ। অবসরে লেখালেখি করতেই তার ভালো লাগে।গ্রামের কাদামাটিতে বেড়ে উঠা সেই শৈশব থেকেই তার লেখালেখি শুরু। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে ‘দেশ মাটি মানুষ’ নামের একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতার সাথে যুক্ত হন। পরবর্তিতে অনলাইন নিউজ পোর্টাল এবি নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে যুক্ত হয়ে লেখার হাতকে আরো নিপুন ও পাকাপোক্ত করেন রুবিনা আলমগীর। লেখালেখির পাশাপাশি সাংস্কৃতিক পরিমন্ডলেও শৈশব থেকেই তার পদচারণা।এর আগে মিউজিক্যাল ফিল্ম- অবুঝ মনের ভালোবাসা, শট ফিল্ম- নেশা ভালোবাসা সহ তিনটি গান লিখেছেন।