BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
টঙ্গী: বিশ্ব ইজতেমার ময়দানের দখল নিয়ে মাওলানা যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাতে এ সংঘর্ষ শুরু হয়। ভোর ৩টার দিকে সাদপন্থি মুসল্লিরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে।সংঘর্ষের ঘটনায় হতাহতসংঘর্ষে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রউফ (৫৫), ময়মনসিংহের মজিবুর রহমান (৫৮), টঙ্গীর জহুরুল ইসলাম (৩৮), গোপালগঞ্জের আরিফ (৩৪), নরসিংদীর তরিকুল (৪২), চট্টগ্রামের সাহেদ (৪৪) সহ আরও অনেকে রয়েছেন। আহতদের চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।