BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায়। এবার তিনি প্রকাশ্যে ভর্ৎসনা করলেন নিজ দলের প্রশংসিত অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। স্থানীয় সময় ২০ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ সোশ্যাল”-এ ট্রাম্প লেখেন—“সবই কথা, কোনো কাজ নেই,” “কিছুই এগোচ্ছে না,” এমনকি তিনি অভিযোগ করেন, “আমাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়ছে, আর দেরি করার সময় নেই।”মূলত ডেমোক্র্যাট সেনেটর অ্যাডাম শিফ, সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে এখনও মামলা না হওয়ার কারণে ক্ষুব্ধ ট্রাম্প। এরা সবাই ট্রাম্প-বিরোধী রাজনীতির মুখ্য চরিত্র।শিফ প্রথম মেয়াদে ‘রাশিয়া গেট’ ইস্যু উত্থাপন করে ট্রাম্পের অভিশংসনে বড় ভূমিকা রাখেন।কোমি ছিলেন এফবিআই পরিচালক, যিনি ট্রাম্পকে আনুগত্যের শপথ না দেওয়ায় বরখাস্ত হন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “৮৬ ৪৭” লেখা পোস্ট করে ট্রাম্প সমর্থকদের সমালোচনার মুখে পড়েন।