BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লালমনিরহাট, ১২ জুন: ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ মোট ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত এই ছুটি চলবে। ফলে এই সময় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে, বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান সায়েদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে এই ছুটি দেওয়া হয়েছে।