BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন ও বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।আজ মঙ্গলবার (১অক্টোবর) যশোর ও সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি এগারো দিকে বিশ্ববিদ্যালয়ের মূ্ল ফটকের সামনে মানববন্ধন করে।যশোরের ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য তিন দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে টিআরএম-টাইডল রিভার ম্যানেজমেন্ট (জোয়ারাধার) চালু করা, আমডাঙ্গা খাল দ্রুত সংস্কার এবং নদীর নাব্যতা ফেরাতে পলি অপসারণ করতে হবে। মানববন্ধন থেকে অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আগামী ৬ অক্টোবর বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে হুমকি দেওয়া হয়।