BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মুন্সীগঞ্জ-মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি এলাকার নতুন ব্রিজের ঢালে অটোরিকশা ছিনতাইয়ের সময় অস্ত্র ও বোমাসহ বাবু মিজি (৩৬) নামে এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।বাবু মিজি সদর উপজেলা যুবদলের সদস্য এবং চরকেওয়ার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির মিজির ছেলে বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির।পুলিশ জানায়, রাতে ওই সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় বাবু মিজি ও তার দুই সহযোগী একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করছিল। চালকের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বাবু মিজিকে আটক করে।