BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
টাঙ্গাইল প্রতিনিধি।কাউকে পরোয়া করছে না মাটি কাটা বাহিনী। অবাধে চলছে ফসলি জমির মাটি লুট। প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালালেও থামছে না তাদের তাণ্ডব।নির্বিচারে মাটি কেটে নেওয়ায় দিন দিন কমে যাচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ফসলি জমি। প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করিলেও পরের দিন থেকেই শুরু হয় মাটি কাটা বাহিনীর তাণ্ডব। স্থানীয়রা বলছেন, মাটি কাটা বাহিনীর আর শতাধিক লোক ধরাছোঁর য়ার বাইরে রয়েছে।জানা গেছে, মির্জাপুর উপজেলার জার্মুকি ইউনিয়নে গুলুটিয়া,সাটিয়াচুড়া,বানাইল ইউনিয়নে মাঝালিয়া,গল্লী চুকুরিয়া,চামারী,লতিফপুর ইউনিয়নে যোগীরকোফা,ভাদগ্রাম ইউনিয়ন গোড়াই, বহুরিয়া ইউনিয়নে বহুরিয়া,চান্দুলিয়া,গোড়াই ইউনিয়নে দেওহাটা,গ্রামে সহ বিভিন্ন এলাকায় দিনে ও রাতে ভেকু (খননযন্ত্র) দিয়ে গভীর গর্ত করে নদী ও তিন ফসলের জমির মাটি কাটার মহোৎসব চলছে। গভীর গর্ত করে মাটি কাটায় পরিত্যক্ত ডোবায় পরিণত হচ্ছে উর্বর জমিগুলো। বছরের পর বছর মাটি কাটায় ও মাহিন্দ্রা গাড়ি দিয়ে মাটি ইটভাটায় নেওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থাবেহাল হয়ে পড়েছে।