BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভোলা শহররক্ষা বাঁধের ইলিশা লঞ্চঘাট এলাকার প্রায় ৫০ হাত ব্লক ধসে পড়েছে। সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ এ ধসের ঘটনা ঘটে।এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ সময় ব্লকের ওপরে থাকা একটি দোকান মেঘনা নদীতে তলিয়ে গেছে।এ দিকে রাতে হঠাৎ করে ব্লক ধসের ঘটনায় ঘাট এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরে ভাটা শুরু হলে কিছু ব্লক নিচের দিকে দেবে যায়। পরে রাতে নদীতে হঠাৎ করেই ইলিশার তালতলি লঞ্চঘাটে প্রায় ৫০ হাত ব্লক ধসে পড়ে। এ সময় ব্লকের ওপর থাকা একটি চায়ের দোকান তলিয়ে যায়। ঘাট এলাকার ২০টি দোকান ও একটি মাছঘাট হুমকির মুখে বলে জানান স্থানীয়রা। হুমকির মুখে থাকা ঘাটের দোকানগুলো রাতেই সরিয়ে নেয়া হয়।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ঝুঁকিপূর্ণ ওই এলাকা থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও লঞ্চঘাট অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে। নদীর পাড়ে বসানো ব্লকগুলো নিচের দিকে দেবে স্থায়ী হবে। তবে এখন পর্যন্ত যেটুকু ধসেছে তাতে ঝুঁকির কিছু নাই। আরও ধসে পড়লে বাঁধের ক্ষতি হতে পারে।