BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।মেলার অংশ হিসেবে, ১২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।বিতরণকৃত সরকারি সার ও বীজ (মোট ১০৩ বস্তা) পরে গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করে প্রশাসন।জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৭ বস্তা বীজ, ২৩ বস্তা ইউরিয়া সার, ১৩ বস্তা ডিএপি সার এবং ১০ বস্তা টিএসপি সার।জব্দকৃত সার-বীজ নন্দীপাড়া মহল্লার সুদিন দাসের গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়।অভিযানে কৃষিবিদ কৃষি অফিসার মোঃ এনামুল হক, বানিয়াচং সহকারী (ভূমি) এ্যাসিল্যান্ড এবং বানিয়াচং থানার পুলিশ সদস্যরা অংশ নেন।কৃষিবিদ মোঃ এনামুল হক জানিয়েছেন, আগামীকাল এ ব্যাপারে থানায় মামলা করা হবে।২০২৩-২৪ অর্থ বছরের খরাপি-২, ২০২৪-২৫ উৎপাদন মৌসুমের কৃষি প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় এই সার-বীজ বিতরণ করা হয়েছিল।উদ্দেশ্য ছিল রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধি করা।