BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময় সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে মিরবক্সটুলা এলাকার ‘রয়্যাল মার্ক হোটেল’-এর ব্যবস্থাপক (অপারেশন) আবদুল মতিন সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলাটি করেন।মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হোটেল কর্তৃপক্ষ অভিযোগে উল্লেখ করেছেন যে, হামলার ফলে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে।“মুখ ঢেকে গুলতি ও শাবল হাতে হামলা”