BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সিরাজগঞ্জ সদর উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচন প্রভাবিত করার অভিযোগে গোপন বৈঠক করার অভিযোগে ৫ জন প্রিজাইডিং কর্মকর্তা ও একজন সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার জের ধরে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা আরও ১০ জন প্রিজাইডিং কর্মকর্তাকে বদলি করেছেন।জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার কাদাই এলাকার একটি রিসোর্টে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ, জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ ও ওই প্রতিষ্ঠানের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সোমবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন প্রিজাইডিং কর্মকর্তা ও তাদের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, তদন্তের মাধ্যমে কোন প্রার্থীর পক্ষে এই বৈঠক করা হয়েছিল তা জানা যাবে।