BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চতুর্থদিনের মতো সকল চাকরির সকল গ্রেডে ও সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই অবরোধ চলছে বৃষ্টির মধ্যেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি চলা অবস্থাতেই অবরোধের কারণে গাড়িগুলো আটকে আছে মহাসড়কে।বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এসে সড়ক অবরোধ করেন। এরপর বৃষ্টি শুরু হয় ১ টা বেজে ৪০ মিনিটের দিকে।বৃষ্টি শুরু হলে অবরোধকারীরা অনেকে ছাতা মাথায়, অনেকে ছাতা ছাড়াই রাস্তায় অবস্থানে রয়েছেন। এসময় তারা 'লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই, লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে' ইত্যাদি বলে স্লোগান দেন।