BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সংবাদ প্রতিবেদন (জুয়েল রানা):বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়, যেখানে ১১ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন। শান্তি ও শৃঙ্খলার দিক থেকে জেলা হিসেবে পরিচিত হলেও বাস্তবে এই জনপদের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থান—সবদিক থেকেই রয়ে গেছে চরম অবহেলিত।সবচেয়ে বিষয়বস্তুত সংকট দেখা দিয়েছে স্বাস্থ্যখাতে। জেলা সদর হাসপাতাল বা উপজেলা পর্যায়ে জটিল বা গুরুতর রোগের চিকিৎসা ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। দুর্ঘটনায় আহত কিংবা গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে পাঠাতে হয়, যা প্রায় ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার দূরের পথ। এই দীর্ঘ ও কষ্টকর যাত্রাপথে প্রতিনিয়ত মৃত্যুবরণ করছেন অনেক রোগী, যা অত্যন্ত মর্মান্তিক।