BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
প্রধান সমন্বয়ক পরিচয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নারী শিক্ষার্থীসহ তার পরিবারকে হেনস্তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বরিশাল জেলার প্রধান সমন্বয়ক পরিচয়ে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ববি শিক্ষার্থী ও তার পরিবারকে হয়রানির প্রতিবাদে এই মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।তবে হামলার বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গিয়েছে। বিএম কলেজের শিক্ষার্থীদের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী মোস্তাফিজুরের ওপরে অতর্কিত হামলা চালিয়েছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বেলা সাড়ে ৫টায় মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ববি শিক্ষার্থীর পরিবারের ওপরে এমন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঠিক বিচার দাবি করেন এবং জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান মানবন্ধকারীরা।জানা যায়, সোমবার রাত ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়ার পরিবারের ওপরে বিএম কলেজের প্রধান সমন্বয়ক পরিচয়ে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হামলা করা হয়। তাসনুভার বাড়ি বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায়৷ জমিজমা সংক্রান্ত একটি মামলার জের ধরে এই হামলা করা হয়েছে বলে জানা যায়। হামলায় অংশ নেয় ওহি, নাহিদসহ কমপক্ষে ১৫-২০ জন। হামলাকারীরা ঐ শিক্ষার্থীর পরিবারের ওপর হামলা করে জমি নিয়ে চালমান মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেন।