BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মানুষের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এতদিন মানুষ বঞ্চিত হয়েছে। তাদের ভোটাধিকার ফেরাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ১৮ কোটি মানুষের বঞ্চনার দুঃখ ঘোচাতে চাই। আমরা দায়িত্ব নিয়েছি এবং ইনশাআল্লাহ এই দুঃখ দূর করব।”সিইসি আরও বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। জাতির প্রতি আমাদের এটাই প্রতিশ্রুতি।”