BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি দমনে আজ রবিবার (২৭ অক্টোবর) থেকে প্রতিটি হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করছে সেনাবাহিনী। এসব ক্যাম্প থেকে মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন সেনাসদস্যরা। গতকাল শনিবার রাত ১টায় বছিলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ। এর আগে শনিবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করে সেনাবাহিনী।মেজর নাজিম আহমেদ জানান, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আজ রবিবার থেকে বিভিন্ন হাউজিং এলাকায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প বসানো হবে। এই ক্যাম্পগুলো থেকে সেনাসদস্যরা নিরবচ্ছিন্নভাবে পুরো এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। প্রতি দু-তিনটি হাউজিং এলাকার মধ্যে একটি করে ক্যাম্প স্থাপন করা হবে।