BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি কতৃক কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যাডমিন্টন কোর্টে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখা আত্মজীবনীমূলক বই "কারাগারের রোজনামচা" এর উপর ভিত্তি করে প্রতিযোগীতাটি সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মোহা হাবিবুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক ও সংগঠনটির উপদেষ্টা মো. গোলাম মাহমুদ পাবেল, কুইজ সোসাইটির আহবায়ক হায়দার মাহমুদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।বিকাল সাড়ে তিনটায় প্রতিযোগীতাটি শুরু হয়ে আধা ঘন্টা চলমান থাকে। প্রথমিক পর্ব শেষে পূর্বের প্রতিযোগীতার ( ১২ জুলাই) বিজয়ীদের নাম ঘোষণা ও তাদের হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনটির আহ্বায়ক ও উপদেষ্টারা। এতে প্রথম হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী মো. জাকারিয়া, দ্বিতীয় হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান এবং একই বিভাগের ১৯-২০ ব্যাচের শিক্ষার্থী খায়রুজ্জামান টনি তৃতীয় হয়েছেন।