BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চট্টগ্রাম থেকে:মুশফিকুর রহিমকে নিয়ে নতুন করে কিছু বলার নেই—তিনি সব সময়ই কঠোর পরিশ্রম করে গেছেন, এখনো করছেন। আজও যখন দলের অনুশীলন শুরু হওয়ার কথা দুপুর ২টায়, মুশফিক মাঠে হাজির হয়ে যান দুপুর ১২টা পেরোতেই। একা একাই লম্বা সময় ব্যাটিং করেছেন। যাঁরা মুশফিককে চেনেন, তাঁরা জানেন—এটাই তাঁর চিরচেনা রুটিন।কিন্তু প্রশ্ন উঠছে তাঁর ফর্ম নিয়ে। পরিশ্রমের কোনো কমতি নেই, কিন্তু রান যেন উধাও। শেষ ১২ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই, চার ইনিংসে তো দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। ৩৭ বছর বয়সী এই ব্যাটারকে নিয়ে তাই আলোচনা এখন তুঙ্গে।চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে মুখ খোলেন উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলি। মুশফিকের ফর্ম নিয়ে চিন্তিত কিনা জানতে চাইলে জাকেরের জবাব ছিল বাস্তবসম্মত, ‘দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে সব রান করতে হবে, এমন না। সবারই রান করতে হবে। কারও না হওয়ার সময় আসতেই পারে। প্রতিদিন যে কারও রান হবে, এমন নিশ্চয়তা নেই।’