BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেলা ছাত্র শিবিরের আয়োজনে ও রাণীশংকৈল ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণে প্রায় ১৮ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) শিবদীঘি যাত্রী ছাউনি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে পৌর শহরের বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে শিবিরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা বাংলাদেশের একটি বিশাল বড় জাতীয় পতাকা মাথায় নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। শেষে বন্দর চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।