BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুর জেলাজুড়ে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। চাঁদপুর বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। শহরের বিভিন্ন পয়েন্টে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ।শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মোড়, বড়স্টেশন, পাটোয়ারী বাজার, পুরানবাজারসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এ সময় বিক্ষোভকারীরা “গাজা নিঃস্ব কেন?”, “ইসরাইলি সন্ত্রাস বন্ধ করো”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”—এই ধরনের স্লোগানে শহর মুখরিত করে তোলে।বক্তারা বলেন, “ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাস আজ মানবতার সীমা ছাড়িয়েছে। শিশু, নারী, বৃদ্ধ—কাউকেই রেহাই দিচ্ছে না তারা। আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।”