BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ২৪ মার্চ ২০২৪ তারিখ সময় ভোর- ০৫-টা ১৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) হেরোইন-১৭৮০ গ্রাম, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীমকার্ড- ০১টি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ মিশু শেখ (২১), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- চরভূবনপাড়া (আষাড়িয়াদহ), থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউপিস্থ চরভূবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ মিশু শেখ (২১), পিতা- মোঃ হাবিবুর রহমান এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।বিষয়টি জানামাত্রই র্যাবের গোয়েন্দা দল উল্লিখিত স্থানে মাদক ব্যবসায়ী মোঃ মিশু শেখ (২১) এর বসত বাড়িতে নৌকাযোগে পদ্মা নদী পার হয়ে অতি গোপনীয়তার সাথে পোঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও করে। ওই সময় ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ০১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে এবং অপর ০১ জন পিছনের ছোট গেইট খুলে পশ্চিম দিকে রাতের আধারে ভুট্টা ক্ষেতের ভিতরে দ্রুত গতিতে দৌড়ে সীমান্তবর্তী এলাকার দিকে চলে যায়।