BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের আয়োজনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে 'লেটেস্ট রিসার্চ ট্রেন্ড ইন টেকনোলজি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি মোট দুটি সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে অতিথিবৃন্দ তাদের মতামত ও অভিব্যক্তি প্রকাশ করেন এবং পরবর্তী সেশনে কিনোট স্পিকাররা তাদের নতুন গবেষণাপত্র উপস্থাপন করেন।সেমিনারে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ছোয়াজিকেন করপোরেশনের প্রধান গবেষক ড. রাশেদুল ইসলাম, জিনোমিক ডাটা সাইন্টিস্টের সাইন্টিফিক ইনভেস্টিগেটর ড. সাঈদ আশিকুর রহমান, এবং অসলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ অসলো এর এসোসিয়েট প্রফেসর ড. সফিকুল ইসলাম। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই ও আইসিটি বিভাগের সম্মানিত শিক্ষকেরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।সেমিনারের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, এবং আইসিটি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "এই ধরনের সেমিনার আমাদের পরবর্তী প্রজন্মকে গবেষণায় উদ্বুদ্ধ করবে। তাই আমি প্রকৌশল অনুষদের শিক্ষকদের প্রতি আহ্বান জানাই, এরকম সেমিনার নিয়মিত আয়োজন করুন।"