BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
টানা সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায় সূচিত হয়েছিল। সেই নাটকীয় দিনটির ঠিক এক বছর পর আজও স্মরণ করা হচ্ছে ইতিহাসের এই রূপান্তর।গত বছরের এই দিনে, দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা রাজধানীর গণভবন ত্যাগ করলে বিজয়ের উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ ও আন্দোলনকারী ছাত্র-জনতা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ‘স্বৈরাচার পতনের’ সংবাদ, আর সেই আনন্দের ঢেউ আছড়ে পড়ে রাজধানীর প্রতিটি সড়কে।গণভবনের ফটক ভেঙে প্রবেশ করে হাজারো মানুষগণভবন ত্যাগের খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার জনতা গণভবনের ফটক ভেঙে কিংবা দেয়াল টপকে প্রবেশ করে অভিজাত এ সরকারি বাসভবনে। দীর্ঘদিনের ক্ষোভ, কৌতূহল এবং আবেগ একত্র হয়ে মুহূর্তে যেন বয়ে যায় সেই প্রাসাদোপম বাসভবনের প্রতিটি করিডোরে।একটি দৃশ্যপট ছিল আবেগঘন—গণভবনের মাঠে অনেককে দেখা যায় দুই হাত তুলে সেজদাহ করতে, কেউবা স্লোগানে মুখর ছিল, কেউবা আবার মোবাইল ক্যামেরায় বন্দি করছিল সেই ঐতিহাসিক মুহূর্ত।