BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।একইসাথে দুঃখ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক দাবির সাথে উপাচার্য ও প্রক্টরের যথাযথ ভূমিকা না থাকায় তাঁরা ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছেন বলে জানান শিক্ষার্থীরা।শনিবার (১৭ আগস্ট) বিকালে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় ক্ষমা চান তাঁরা।এসময় শিক্ষার্থীরা ছাত্র সংসদ চালুসসহ ২২ দফা দাবি উথাপন করেন।বক্তব্যের শুরুতে ক্ষমা চেয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সকল দাবি যথাযথ বাস্তবায়ন করা হবে।আমার সকল কর্মের প্রয়াস শিক্ষার্থীদের নিয়ে।তথাকথিত যারা উপাচার্য তাদের মত আমাকে যেন অহংকার, হিংসা ও বিদ্বেষ স্পর্শ না করতে পারে।সেটিই আমি আল্লাহর কাছে চাইতাম।