BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নিজস্ব প্রতিবেদক:এপ্রিল মাসে দেশের অর্থনৈতিক সম্প্রসারণের গতি পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। মাসটিতে পিএমআই (পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স) সূচকের মান ৮ দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৯-এ, যেখানে মার্চে এ মান ছিল ৬১ দশমিক ৯।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই সূচক প্রকাশ করে আসছে। পিএমআই সূচক ৫০ এর ওপরে থাকলে অর্থনৈতিক সম্প্রসারণ এবং নিচে থাকলে সংকোচনের ইঙ্গিত দেয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসে কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবাখাত—এই চারটি মূল খাতই সম্প্রসারণে থাকলেও গত কয়েক মাসের তুলনায় গতি ছিল কম। কৃষি খাত টানা সপ্তম মাসে, উৎপাদন খাত অষ্টম, নির্মাণ খাত পঞ্চম এবং সেবাখাত সপ্তম মাসে সম্প্রসারণে থাকলেও গতি কমে এসেছে বলে উল্লেখ করা হয়।