BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
'ইট'স কামিং হোম' - প্রতিটি বড় আসরেই এই স্লোগানে মুখর থাকে ইংল্যান্ড সমর্থকরা। কিন্তু ২০১৮ বিশ্বকাপে চতুর্থ স্থান এবং ২০২০ ইউরোতে রানারআপ হয়েই থেমে গিয়েছিল তাদের স্বপ্ন।চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে গতকাল শনিবার (৬ জুলাই) এক ছন্নছাড়া ম্যাচের পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। এই ম্যাচে জয়ের রূপকার ছিলেন গোলকিপার জর্ডান পিকফোর্ড। টাইব্রেকারে পেনাল্টি ঠেকাতে তিনি বেছে নিয়েছিলেন এক অদ্ভুত পন্থা।ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়, পিকফোর্ড তার ব্যক্তিগত পানির বোতলেই লিখে রেখেছিলেন পেনাল্টি সেভ করার 'চিটকোড'। টাইব্রেকারের প্রতিটি পেনাল্টির আগে পিকফোর্ড তার বোতলের দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় নিতেন। বোতলে লেখা ছিল সুইজারল্যান্ডের খেলোয়াড়দের পেনাল্টি নেওয়ার শক্তিমত্তা ও দুর্বলতার তথ্য। এসব তথ্য দেখেই সিদ্ধান্ত নিচ্ছিলেন তিনি কোন দিকে ঝাঁপ দেবেন।এই অভিনব পন্থাই কাজে এসেছে পিকফোর্ডের। সুইজারল্যান্ডের মানুয়েল আকাঞ্জির পেনাল্টি ঠেকিয়ে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান তিনি।