BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরে আ.লীগের ২০০ নেতাকর্মী বিএনপিতে চাঁদপুরে আ.লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দুই-শতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে তার আ.লীগ নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির স্থানীয় নেতারা। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন বলেন, আ.লীগের দীর্ঘদিনের দুঃশাসন, দলীয় স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কর্মকাণ্ডে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেই প্রেক্ষাপট থেকেই রাজরাজেশ্বর ইউনিয়নের ২০০ নেতাকর্মী আজ জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদানের ফলে চাঁদপুর সদর উপজেলায় বিএনপি সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী হবে।যোগদান