BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৪-২৫ । রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। এসময় উপাচার্য মহোদয় বলেন, খেলাধুলা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী একটা বিষয়। খেলাধুলার মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শিখতে পারি। আমাদের চারপাশে ড্রাগসহ নানা খারাপ বিষয় রয়েছে। খেলাধুলা এ সকল খারাপ বিষয় থেকে দূরে থাকতে সহায়তা করে। আমাদের শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক সুস্থ্যতা নিশ্চিতে এ ধরণের টুর্ণামেন্ট আয়োজনের কোন বিকল্প নেই। এসময় উপাচার্য খেলাধুলাসহ যেকোন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।