BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নাইম তালুকদার : সুনামগঞ্জে থেকে.. মনির হুসেন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারের তাগিদে তিনি আবর আমিরাত ( দুবাইয়ে) থাকতেন। কিন্তু যার সুখের জন্য তিনি প্রবাসে ঘাম ঝড়াতেন তিনিই হলেন তার পথের কাটা,। প্রবাসের কষ্টের পর ছুটি কাটাতে আসেন বাড়িতে। কিন্তু এ বাড়ি আসা যে শেষ আসা এটা তার জানা ছিলো না। তার স্ত্রী জনি বেগম (২৬) মনির প্রবাসে থাকায় পাশের বাড়ির তারই ভাতিজা রাজনের সাথে ছিলো তার দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক। এই সম্পর্কের জের ধরেই প্রাণ হারায় প্রবাসী মনির। সরেজমিনে গিয়ে দেখা যায়, মনিরের বাড়িতে কান্নার মাত্তম। মনিরের জনম দুখীনি মা, ও দুটি এতিম সন্তানের কান্নায় আকাশ পাতাল ভারী হচ্ছে ।