BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. নাজমুল ইসলাম সরকার। সোমবার সন্ধ্যায় চাঁদপুরে পৌঁছানোর পর সার্কিট হাউস প্রাঙ্গণে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আজ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।চাঁদপুরের ২৩তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মো. নাজমুল ইসলাম সরকার। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি চাঁদপুরে আসেন। তাঁর আগমনকে ঘিরে সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজন করা হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা, যেখানে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসনের (ভারপ্রাপ্ত) ডিসি ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া।অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।মো. নাজমুল ইসলাম সরকার আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব নেবেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে অভিজ্ঞ এই কর্মকর্তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম ফোকাল পার্সন এবং রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন।২৯তম বিসিএসে মেধাতালিকায় ৪৫তম স্থান অর্জনকারী এই কর্মকর্তা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। জন্ম ও বেড়ে ওঠাও গাজীপুরে।তবে তাঁর যোগদান ঘিরে চাঁদপুরবাসীর মধ্যে কিছু প্রশ্নও আছে। তারা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন নতুন জেলা প্রশাসক—এটি এখন জনমনে আলোচনার বিষয়।উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁর নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রমে যে গতি এসেছে, তা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।