BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ীদের বাড়িতে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আদিবাসী শিক্ষার্থীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ মানববন্ধন করেন।এসময় 'সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে', 'আলাদা দেশ চাই না, অধিকার চাই', 'জুমল্যান্ড প্রোপাগাণ্ডা বন্ধ চাই', 'পাহাড়ে ভূমি পুত্ররা মরছে কেন?', 'বিচ্ছিন্নতাবাদী নয়, সম্পৃক্ত হতে চাই', 'দেশ ভাগ করে স্বাধীনতা চাই না, দেশবাসী হিসেবে অধিকার চাই' সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড হাতে তাঁরা উপস্থিত হয়।ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রুকেল চাকমা বলেন, কয়েকদিন পরপর তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে কেন পাহাড়ে প্রতিনিয়ত হামলা হবে। পাহাড়ি আর বাঙালি ভেদাভেদ না করে আমাদের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হতে হবে। আমরা পাহাড়ে বাস করি আমরাওতো মানুষ আমরাও তো আদিবাসী এই দেশেরই একজন নাগরিক। নাগরিক হিসেবে আমরা সুষ্ঠু-সুন্দর ও স্বাধীন ভাবে এদেশে বসবাস করতে চাই।মানববন্ধনে আরেক শিক্ষার্থী জাগরণ জানান, আমরা চাই পাহাড়ে এমন সংস্কৃতি থাকুক যেখানে কোন ভেদাভেদ থাকবে না। আমরা সবাই বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে চাই। আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই।