মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ একের পর এক ৩১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কারো মাথাব্যথা, কারো শরীর কাঁপুনি, কারো শরীরে দুর্বলতা, কারো দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অসুস্থতা দেখা দেয়।
এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ আতঙ্কিত হয়ে অসুস্থ শিক্ষার্থীদের ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেউ কেউ সুস্থ হয়েছে, বাকিরা চিকিৎসাধীন রয়েছে।
এই অজানা রোগের কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে।
ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম জানিয়েছেন, "এ রোগের গুরুত্বপূর্ণ একটি সমস্যা হলো একজনের দেখাদেখি অন্যজন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মানষিক ভাবে সাপোর্ট দিলে দ্রুত সুস্থ হয়ে যায়।"
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক হালদার জানিয়েছেন, "প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ ঘোষণা করা হবেনা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে উর্ধতন কতৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।"
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!