নিজস্ব প্রতিনিধ।। বিডি কারেন্ট নিউজ 24 এর সহ-সম্পাদক এইচ এম আরিফ হোসেন এর প্রিয় মমতাময় বাবা বার্ধক্য জনিত কারণে মারাত্মক অসুস্থ হয়ে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন। মারাত্মক অসুস্থ এই বাবার জন্য সাংবাদিক এইচ এম আরিফ হোসেন তার বাবার দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছে ন। অসুস্থতার এমন সংবাদ শুনে বিডি কারেন্ট নিউজ২৪ এর উপদেষ্টা মন্ডলী সভাপতি প্রফেসর কর্নেল অবঃ মোশাররফ হোসেন সহ উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ , পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব তাফাজ্জল হোসেন এস্ডু পাটওয়ারীসহ সম্মানিত পরিচালকগণ, নিউজ পোর্টালটির সম্পাদকসহ সম্পাদক মন্ডলীয় সকল কলাকৌশলী এবং শুভানুধ্যায়ী গণ সম্পাদক সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন এর সাথে আরিফ এর বাবার খোঁজ খবর নেন এবং এবং মহান রাব্বুল আলামিনের নিকট দ্রুত সুস্থতা কামনা করেন। সাংবাদিক এইচ এম আরিফ হোসেন একজন সদালাপি ও মিশুক মনের মানুষ হিসেবে ইতিমধ্যে সকলের মনে স্থান করে নিয়েছেন ফলে তার বাবার অসুস্থতার কথা শুনে তার স্বজনসহ সকল পরিচিতজনরা আরিফ এর বাবার সুস্থতার জন্য মহান স্রষ্টার দয়া ও কৃপার পতি অধীর আগ্রহের সহ তাকিয়ে আছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!