বানিয়াচং, ১৫ মে, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে" প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (১৫ মে) বানিয়াচং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয়ভাবে পরিচালিত পুষ্টির সমন্বয় সূচকে পুরো সিলেট বিভাগ পিছিয়ে থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উপজেলা কো-অর্ডিনেটর (ইউনিসেফ) আবু দাউদ মোল্লা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান, উপজেলা কো-অর্ডিনেটর (এফআইবিডিপি) লিপি আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুব্রত রায়, চেয়ারম্যান মোঃ শামসুল হক, আহাদ মিয়া, হায়দারুজ্জামান খান ধন মিয়া, মিজানুর রহমান খান, মোঃ আনোয়ার হোসেন, আরফান উদ্দিন, ডাঃ ইলিয়াস একাডেমির প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দাল হোসেন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, মাসুদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, শেখ মিজান, নাসিরুদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফিল্ড লেভেল স্টাফ রীমা রানী রায়, মোঃ মখলিছুর রহমান, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় উপস্থাপিত প্রেজেন্টেশনে দেখানো হয়েছে, সারাদেশের মধ্যে সিলেট বিভাগের শিশুরা সবচেয়ে বেশি অপুষ্টির শিকার। উচ্চতা অনুযায়ী ওজন, বয়স অনুপাতে উচ্চতা এবং বয়স অনুপাতে ওজন কম তাদের।
মন্তব্য করার জন্য লগইন করুন!