প্রকৃতি ও জীবন ক্লাব বরগুনা আজ বিশ্ব পরিবেশ দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। বেলা ১২ টায় বরগুনা জিলা স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও জেলা সমন্ময়ক হাসানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।
সভায় ক্লাবের সভাপতি ডঃ খলিলুর রহমান, উপদেষ্টা মোস্তাক আহমেদ, সোহেলী পারভীন ছবি সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা পরিবেশ দূষণের বিরূপে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সভায় শিক্ষার্থীরা নিজেদের এবং পরিবারের সদস্যদের জন্মদিনে ফলজ, বনজ ও ঔষধাদি গাছ রোপণ করার অঙ্গীকার করেন। এছাড়াও, প্রত্যেকে বৃক্ষ রোপন করে বীমা করার অঙ্গীকার করেন।
এই আলোচনা সভা পরিবেশ রক্ষার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
লগইন
বরগুনায় পরিবেশ রক্ষার অঙ্গীকার: প্রকৃতি ও জীবন ক্লাবের বার্ষিকীতে আলোচনা
মন্তব্য করার জন্য লগইন করুন!