মোহাম্মদ হাবীব উল্যাহ্ঃ
নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ করেছে হাজীগঞ্জ পৌরসভা। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে পৌরসভা কার্যালয়ে ৪ জন অসহায় ও দুস্থ নারীর হাতে ৪টি সেলাই মেশিন তুলে দেন, পৌর মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
এ সময় পৌর কাউন্সিলর সুমন তপাদার, মো. শাহআলম, হাজী কবির হোসেন কাজী ও শাহআলম উপস্থিত ছিলেন। সেলাই মেশিন প্রাপ্তরা হলেন, পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের রোকসানা বেগম ও তানিয়া আক্তার এবং ১২নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের রমিজা বেগম ও মোসা. শামছুন নাহার।
জানা গেছে, মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের দায়িত্ব পালনকালীন সময়ে অসহায় ও দুস্থ নারীদের কর্মসংস্থানের সৃষ্টিতে এ পর্যন্ত হাজীগঞ্জে পৌরসভার অর্থায়নে প্রায় ৭০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও মেয়র তাঁর নিজস্ব অর্থায়নেও সেলাই মেশিন বিতরণ করেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!