এস এম পারভেজঃ চাঁদপুরের হাইমচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন।সকাল ৯টায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। উদ্ভোধনী বক্তব্যে নূর হোসেন পাটওয়ারী বলেন, স্বাধীনতা বাঙালি জাতির আজন্ম লালিত স্বপ্ন। বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকা নিয়ে মাথা উঁচু করে বাঙালি জাতি যে আজ স্বমহিমায় দাঁড়িয়ে আছে, তা বঙ্গবন্ধুর সারা জীবনের আত্মত্যাগ আর দূরদর্শী, বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বের ফল। পাকিস্তানি শাসকদের শোষণ, নির্যাতন থেকে মুক্তির লক্ষে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আজকের এই দিনে পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তি কামী মানুষ আত্ন উৎস্বর্গ করে স্বাধীন দেশ উপহার দিয়েছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। সকলের উদ্দেশ্যে নূর হোসেন পাটওয়ারী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমরা স্বাধীনতার সুফল এর সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সুফল ভোগ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উন্নত দেশ এর কাতারে উন্নীত হবে।হাইমচর উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার সভাপতিত্বে এসকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো: ইয়াসিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বারেক বকাউল, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এম এ বাশার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, নীলকমল ওচমানীয়া উবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!