শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডি এম খালী ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ঐতিহ্যবাহী মাঝি পরিবারের সন্তান দেলোয়ার হোসেন মাঝি (৮১) জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বাদ যোহর চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজার পূর্বে শোকাহত জনতার উদ্দেশ্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন, সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, এডভোকেট মোসলেম উদ্দিন খান, আরশিনগর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আজমুল হক নান্টু মালত।
এছাড়া পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুম দেলোয়ার হোসেন মাঝির বড় ছেলে তোহিবুর মাহাবুব রাসেদ।
জানাজার নামাজে অংশগ্রহণ করেন বিশিষ্ট জন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ, মরহুমের সকল পর্যায়ে আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী এবং দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ।
জানাজা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সংগঠন তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী মাঝি পরিবারের সন্তান ও জনপ্রিয় সাবেক এই চেয়ারম্যান রবিবার (১২ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ছয়টায় সময় ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!