সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মূলধারার গণমাধ্যম কর্মীদের সংগঠন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল থেকে বাংলার প্রথম রাজধানী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত পানামা সিটি ও বাংলার তাজমহল সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ক্লাবের নেতৃবৃন্দরা আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াস আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ হৃদয়, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কার্যকরী কমিটির সদস্য হাফিজ মোশাহিদ আহমেদ, আলাল হোসেন, কুহিনুর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, ফখরুল ইসলাম ফাহিম, সদস্য আবদূর রহমান জামী, মামুন আহমেদ, তোফায়েল আহমদ, সুলাইমান আহমদ কামরান, আব্দুল মমিন সহ প্রমূখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!