টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইল মির্জাপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রবিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা মাদ্রাসা এলাকায় এলাকাবাসির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
জানা যায়, গত ১৮ মার্চ আপন মানুষ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রথম আজগানা গ্রামে বাড়ি মাটি কেটে নিয়ে যাওয়ার ভিডিও পোস্ট করা হয়। এর পর থেকেই বেশ কিছু পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এব্যাপারে নিউজ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ সিকদার সহ স্থানীয়রা।
এসময় মাসুদ সিকদার বলেন, আমাকে রাজনৈতিক হেও প্রতিবন্ধ করার জন্য এই নিউজ করা হয়ছে।যে আজাহার বাড়ি মাটির কাটা অভিযোগ উঠেছে সেই বাড়ির মাটি আমার কাছে ৪ বছর আগে আমার কাছে বিক্রি করেন।
তার দুই ভাইয়ে সাক্ষী মাধ্যেমে আমার কাছ থেকে টাকা নেই। এবংকি তাহার ঘর সরানো জন্য আমার কাছে থেকে ১০ হাজার টাকা নেই। বাড়ি মাটি বিক্রি ১৫ দিন পর আমার নামে এই নামে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক সোলাইমান কবির,উপজেলা বিএনপি সদস্য মনজুর রহমান, আজগানা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম বিদ্যুৎ, আসাদুজ্জামান পলাশ যুগ্ম আহ্বায়ক উপজেলা জাসাস, ডাঃশরিফ হোসেন সভাপতি ৮ওয়ার্ড় বিএনপি, মহর আলী সভাপতি ৭ওয়ার্ড় বিএনপি, হোসেন সিকদার সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড় বিএনপি, নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ৭নংওয়ার্ড় বিএনপি, মোঃফরিদ সিকদার আজগানা বাজার বনিক সমিতি, জাহাঙ্গীর সভাপতি ৮নংওয়ার্ড় যুবদল,বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক আজগানা ইউনিয়ন কৃষক দল,আশরাফুল ইসলাম সভাপতি আজগানা ইউনিয়ন ছাত্রদল।
রাজীব সরকার সদস্য সচিব আজগানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। নাহিদ সিকদার ৮নং ওয়ার্ড় যুবদল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ শেষে অভিযোগকারী বড় ভাই শাহাদাত হোসেন বলেন আমি নিজে মাটি টাকা দিয়েছি,ঘর সরানো জন্য ১০ হাজার টাকা দিয়েছি। সেই নিজে মাটি বিক্রি করে তাহাকে জোর জুলুম করে নাই।সে নিজের মাটি বিক্রি করে এখন বিএনপি লোকজনে নামে মিথ্যা অভিযোগ করছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!