মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের মরহুম কাজী বজলুল হক গ্রন্থাগারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবু ছাইদ। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ (সাধারণ) শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মনিকা দেবনাথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. রাশেদুল ইসলাম তাঁর কর্মজীবনে সব সময় সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষার উন্নতিতে তাঁর অসামান্য অবদান রেখেছেন।অনুষ্ঠানের শেষে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে স্মৃতিসরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, বলাই চন্দ্র দে, মো. শাহজাহান মুন্সীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্তসার
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন। তিনি বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন সময়ে শিক্ষার উন্নতিতে অসামান্য অবদান রেখেছেন। শিক্ষার উন্নতিতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সকলে মিলে কাজ করলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!