বানিয়াচংয়ে যুবলীগ নেতার অত্যাচারে গৃহ বন্দী শাহাব উদ্দিন।
ভ্রাম্যমান প্রতিনিধি। হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫ নং দৌলতপুর ইউনিয়নের চান্দ মিয়ার পুত্র শাহাবুদ্দিন আজ গৃহবন্দী। কোন কথা বললেই নেমে আসে নির্যাতন। সরজমিন অনুসন্ধান জানা যায়, বানিয়াচং উপজেলা ৫ নং দৌলতপুর ইউনিয়নের ৩ ওয়ার্ড যুবলীগ সেক্রেটারি রিমন আহমেদ জজ মিয়া ধনে জনে বলিয়ান হওয়ায়, তার বাড়ীর রাস্তা থাকার পর ও নিরীহ শাহাবুদ্দিনের বাড়ীর উপর দিয়ে জোরে বলে পাকা রাস্তা তৈরি করেন। এবং শাহাবুদ্দিন যাতে বের হতে না পারেন তার জন্য কাটা তারের বেড়া দেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় শাহাবুদ্দিন কারো কোন সহযোগীতা পাননি।পরে শাহাবুদ্দিন হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করলে দীর্ঘ শুনানির পর আদালত বিবাদী রিমন আহমেদ জজ মিয়া গং দের শাহাবুদ্দিনের ভূমিতে প্রবেশে বারিত করেন।
জোরে বলে বলিয়ান রিমন নিষেধাজ্ঞা ভেঙে শাহাবুদ্দিনের ১হাজার ৬ শত সুপারী গাছ,২ টি আম গাছ,২ টি নারিকেল গাছ কেটে নিয়ে যায়। অনুসন্ধানে জানা যায়,সাবেক এমপি আব্দুল মজিদ খান ও ময়েজউদ্দিন শরীফ রুয়েলের ডান হাত হিসেবে পরিচিত যুবলীগ নেতা
রিমন আহমেদ জজ মিয়া এতোই বেপরোয়া যে, কথা বললেই যার তার বাড়ীতে হামলা চালায়। সাবেক এমপি আব্দুল মজিদ খান ও ময়েজউদ্দিন শরীফের সাথে তার একাধিক ছবি প্রতিবেদকের নিকট এসেছে। যুবলীগ নেতা এখন বিএনপির কতিপয় নেতাকে হাত করে, তার লাঠিয়াল বাহিনী নিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে।
ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজী আমির উদ্দিন বলেন,কি করার আছে, উপজেলা বিএনপির কতিপয় নেতাকে হাত করে সে দূষ্কর্ম করে যাচ্ছে। আরো জানা যায়,সে দেশীয় অস্ত্রে সব সময় তার লোকজনকে সজ্জিত করে রাখে।
শাহাবুদ্দিন সহ এলাকাবাসী তার অত্যাচার থেকে বাঁচার আকুতি জানিয়েছেন। এবিষয়ে বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আল হাদি বলেন,বিষয়টি আমি জানি, যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে দাপটের সাথে নিরীহ শাহাবুদ্দিন সহ এলাকাবাসীকে নির্যাতন করছেন। আমি বিষয়টি আপোষে নিষ্পত্তির পক্ষে। তবে বিএনপি তার কৃত কর্মের সাথী নয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!