ময়মনসিংহের প্রাচীতম শহর গৌরীপুরের ২৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার পহেলা জানুয়ারী বিকেলে ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে গৌরীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শোভাযাত্রাটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধানমহাল এলাকায় এসে শেষ হয়।
সংগঠনের কার্যালয়ে সভাপতি রায়হান উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিভা মডেল স্কুলের পরিচালক অমল চন্দ্র দাস, বাংলা ৫২ নিউজের ব্যুরোপ্রধান দিলীপ কুমার দাস, আজকের ঢাকা ২৪ ডটকমের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর হোসেন মীরন, সাবেক ছাত্রনেতা মো. আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, মহসিন মাহমুদ, যুগান্তর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, আব্দুস সালাম, শাহদাৎ শাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে রায়হান উদ্দিন সরকার বলেন, বাংলা ১১৭৬ ও ইংরেজি ১৭৭০ সালে বোকাইনগরের কাছে গৌরীপুর নামে একটি শহর প্রতিষ্ঠিত হয়েছিল। মোমেনসিং ও জাফরশাহী পরগনার জায়গীরদার গৌরীপুরের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ চৌধুরী, তার দত্তক নাতনী (তার ছেলে কৃষ্ণগোপাল রায় চৌধুরীর দত্তক পুত্র) ও নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রী আলেয়ার গর্ভজাত সন্তান জমিদার যুগল কিশোর রায় চৌধুরী মোমেনসিং পরগনার এজমালী সম্পত্তি থেকে গৌরীপুর শহরের গৌরীপুর নামের গোড়া পত্তন করেন।
লগইন
বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুরের ২৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন । ছবি প্রতিনিধি
মন্তব্য করার জন্য লগইন করুন!