বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ী জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহŸায়ক এজেডএম সালেহ্ ফারুকের শুভাগমন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
![](https://auto.lucia68.com/assets/loading-image.jpg)
সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বদরুন নেছার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক অশোক কুমার রায়, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ গোলাম আহাদ, কাজিরাবাদ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল আহসান সাদিদ, বেতাগী উপজেলা পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান, বেতাগী থানা বিএনপির সদস্য সচিব রিয়াদ খান প্রমূখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!