মোজাহাঙ্গীর আলম প্রধান।।
মতলব দঃ উপজেলার নায়ের গাও উওর ইউনিয়নে জেলে কার্ড ধারি দের মাঝে ঝাট কার চাউল বিতরন করা হয়েছে। ২৬ মার্চ দিনব্যাপী২৪৯ জন জেলে কার্ড ধারি দের মাঝে নায়ের গাও বাজারে এ চাউল বিতরন করা হয়। এ সময় ট্যাগ অফিসার সমবায় কর্ম কর্তা মোকলেছুর রহমান, প্যানেল চেয়ারম্যান আজহার উদদীন, ইউনিয়ন পরিষদ সচিব খলিলুর রহমান মানিক, ইউপি সদস্য ফারুক আহমেদ, লোকমান হোসেন সহ অনান্য রা এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!