কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে কাঁকড়া ধরতে গেলে দুই বাংলাদেশি চাকমা যুবককে মিয়ানমারের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অপহৃতদের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর ৫ নম্বর সুইচ গেইট এলাকা থেকে ছৈলা মং চাকমা (২৯) ও ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫) নামে দুই যুবককে অপহরণ করা হয়।
তাদের পরিবারের দাবি, দুজনেই নিয়মিত নাফ নদীতে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে।
বৃহস্পতিবার সকালেও তারা কাঁকড়া ধরার জন্য নদীতে যায়।
কিন্তু সন্ধ্যায় বাড়ি না ফিরে আসায় তাদের সন্ধান খোঁজ শুরু হয়।
পরে জানা যায়, আরসার সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে গেছে।
এ ঘটনায় অপহৃত ছৈলা মং চাকমার বড় ভাই সালাও মং চাকমা টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, "আমরা শনিবার বিকেল পর্যন্ত অপহৃতদের কোন খবর পাইনি।
আরসার পক্ষ থেকেও কোন মুক্তিপণের দাবি বা যোগাযোগ করা হয়নি।"
এদিকে, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, "অপহৃতদের উদ্ধারের জন্য পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা হয়েছে।
ঘটনার তদন্ত চলছে।"
অপহৃত দুই যুবক টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনা এলাকার বাসিন্দা।তারা নিয়মিত নাফ নদীতে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে।বৃহস্পতিবার সকালে তারা কাঁকড়া ধরার জন্য নদীতে যায়।সন্ধ্যায় বাড়ি না ফিরে আসায় তাদের সন্ধান খোঁজ শুরু হয়।পরে জানা যায়, আরসার সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে গেছে।অপহৃতদের পরিবার টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পুলিশ ঘটনার তদন্ত করছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!